পরীক্ষা বর্জন করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আটজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে ঢাকা বিভাগীয় উপপরিচালকের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার এ চিঠি দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে সাতজন কর্মস্থলে উপস্থিত থেকেও পরীক্ষা বর্জন করেছেন, আর একজন অনুপস্থিত ছিলেন। এদিকে আন্দোলনের মধ্যেও নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার ৫৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিয়মিত চলছে। ১ ডিসেম্বর বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলায় পরীক্ষা শুরু হয়। সদর ও আড়াইহাজার উপজেলায় পরীক্ষা শুরু হয় পরের দিন। ফেরদৌসী বেগম বলেন, এই আটজন শিক্ষক কর্মবিরতিতে রয়েছেন, তবে পরীক্ষায় কোনো বিঘ্ন ঘটেনি। সব স্কুলে পরীক্ষা চলছেই। যারা পরীক্ষা বর্জন করেছেন, তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা তারা দেবেন। সদর উপজেলার ৭৭ নম্বর রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান বলেন, আমরা দেশব্যাপী আন্দোলনের সঙ্গে সংহতি রাখি, কিন্তু শিশুদের ভবিষ্যতের কথা ভেবেই দায়িত্ব পালন করছি। পরীক্ষায় আমরা অংশ নিচ্ছি, তবে সরকারের উচিত আমাদের ন্যায্য দাবির প্রতি ন্যূনতম সম্মান দেখানো।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
