নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের ইজারাবিহীন বউ বাজারে অবৈধভাবে চাঁদা তোলছে একটি চক্র। সন্ত্রাসী চাঁদাবাজচক্রের ভয়ে কেউ প্রতিবাদ করতে পর্যন্ত পারছে না। এমনকি বৈধভাবেও ইজারা নিয়েও ওই চাঁদাবাজচক্রকে দিতে হয় মোটা অংকের টাকা।
অভিযোগ রয়েছে সন্ত্রাসী চাঁদাবাজার বউ বাজার এলাকার ফ্যাসিস্ট দোসর আক্তার নামে এক মাছ ব্যবসায়কে দিয়ে পুরো বাজার নিয়ন্ত্রণ করে আসছে। তাঁর পিছনে রয়েছে স্থানীয় কথিপয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা। জানা গেছে, আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকাবস্থায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে ইজারার নামে বাজার নিয়ন্ত্রণ করতেন প্রভাবশালী যুবলীগ নেতা খান মাসুদের সহযোগীরা। তখন বাজার থেকে দোকান প্রতি ৫০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করতো প্রকাশ্যে শিকার করে আক্তার নামে ওই মাছ ব্যবসায়ী। ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পিংকি সহ বিএনপির নেতাকর্মীরা বউ বাজারে কোন প্রকার খাজনা এবং চাঁদা তোলা বন্ধ করে দেয়। এরপর থেকে বাজারের ব্যবসায়ীরা চাঁদা না দিয়ে ব্যবসা করে আসছে। কিন্তু কিছু দিন যাওয়ার পর ফের আক্তরকে ব্যবহার করে বাজার পরিস্কারের নামে প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে ২০ টাকা করে চাঁদা তুলছে। বাজারের দোকানদাররা জানান, হাসিনা সরকার যাওয়ার পর থেকে বাজারে খাজনা তোলা বন্ধ হয়ে যায়। বাজার পরিস্কার করার জন্য প্রতি দোকান থেকে ১০ টাকা করে তোলা হয়। বাজার এবং রাস্তায় প্রায় ২০০ দোকান বসে। পুরো বাজার নিয়ন্ত্রণ করেন আক্তার তিনি বউ বাজার প্রতিষ্ঠা করেছে। এদিকে গত ৩ ডিসেম্বর বউ বাজার নিয়ন্ত্রণকারী আক্তার ও কথিপয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা চাদাঁবাজদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করেন। ওই বিক্ষোভ মিছিলে চাঁদাবাজদের বিরুদ্ধে বক্তব্য রাখেন আক্তার। তিনি বাজার পরিস্কারের নামে প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে ২০ টাকা তোলা হয়। গড়ে প্রতিদিন ১৫০০ থেকে ২০০০ হাজার টাকা বাজার পরিস্কারের নামে চাঁদা কালেকশন। বাজার পরিস্কার করা এক নারী জানান, আমি প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা পাই, কোন দোকানদার ৫ টাকা আবার কেউ ১০ টাকা দেয়। শুক্রবার দোকান বেশি বসে সেদিন ১০০০ টাকা কালেকশন হয়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
