ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় বিদেশ নেয়ার কথা বলে শফিকুলগংদের প্রতারনার শিকার জসিম!

ফতুল্লাহ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকা হতে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে সাড়ে ৫ লাখ টাকা নেয়ার পর বিদেশ নিতে টালবাহানা এবং গ্রহনকৃত টাকা ফেরত দিতে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে শফিকুল ইসলামগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী পুলিশ লাইনস এলাকার আবদুস সাত্তারের ছেলে মো.জসিমউদ্দিন ফতুল্লা মডেল থানায় প্রতারক শফিকুল ইসলামগংদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জসিমউদ্দিন উল্লেখ করেন যে,

২নং বিবাদীনি নাসিমা ও আমার স্ত্রী রুমা বেগম আদমজী ইপিজেডে একত্রে চাকুরী করার সুবাদে ২নং বিবলীনি আমার হাত বান্ধবীর মত সর্ম্পক হয়। ১নং বিবাদী শফিকুল ইসলাম বিদেশে লোকজন আনায়ন করিয়া থাকে। আমি বিদেশে যাইবো মর্মে জানতে পেরে ২নং বিবাদীনি আমার স্ত্রী রুমা বেগম (২৮) এর সহিত কথাবার্তা বলিয়া আমার স্ত্রীকে ১নং বিবাদীর সাথে পরিচয় করিয়ে দেন। পরিচয় হওয়ার পর ১নং বিবাদী আমাকে বিদেশে (সৌদী আরব) যাওয়ার যাবতীয় সবল ব্যবস্থা করিয়া দিবে মর্মে সাড়ে ৫ লাখ টাকা দাবী করে। গত ২৪ এপ্রিল হতে বিভিন্ন তারিখ ও সময়ে ২নং বিবাদীনি নাসিমা আমার উক্ত ঠিকানায় বাড়ীতে আসিয়া আমার নিকট হইতে সর্বমোট সাড়ে পাঁচ লাখ টাকা গ্রহণ করে। ১নং বিবাদী টাকা নেওয়ার পর হইতে আমাকে বিদেশে না নিয়া আজ কাল নিব নিচ্ছি বলিয়া বিভিন্ন তারিখ ও সময় দিয়া টালবাহানা করিয়া আমাকে ঘুরাইয়া আসিতেছে।

১নং বিবাদী শফিকুল এহেন কার্যকলাপের ফলে আমি বিদেশে যাবো না মর্মে ২নং বিবাদীনিকে জানাইয়া আমার টাকা ফেরত চাহিলে উক্ত ১ ও ২নং বিবাদীদ্বয় টালবাহানা করিয়া আমাকে ঘুরাইতে থাকে। একপর্যায়ে গত ২০ দিন পূর্বে ১নং বিবাদী শফিকুল ইসলাম আমার টাকা ফেরত না দিয়া তাহার বর্তমান ঠিকানা হতে পালিয়ে যায়। আমি ১নং বিবাদীর ব্যবহৃত মোবাইল ০১৭৭১০২০৬০৯ করিলে উক্ত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এযাবৎকাল আমি ১নং বিবাদীকে বহু স্থানে অনেক খোজাখুজি করিয়াছি কিন্তু তাহার কোন প্রকার সন্ধান পাই নাই।

এমতাবস্থায় গত ১০ ডিসেম্বর বিকাল ৫টায় আমার মোবাইল নাম্বার হইতে ২নং বিষাদীনির মোবাইল নাম্বার- ০১৯৩১৬৮৮৬৫৮ তে ফোন করিয়া ১নং বিবাদীর সন্ধান জানিতে চাহিলে এবং আমার টাকা ফেরত দিতে বলিলে ২নং বিবাদীনি নাসিমা আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিসলাজ করতঃ বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং আরও বলে যে, ১নং বিবাদীর সন্ধান আমি জানি না এবং তোর টাকাও আমি ফেরত দিব না।

তুই যদি এই বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করিস অহা হইলে তোর ও তোর স্ত্রীর বড় ধরনের ক্ষয়-ক্ষতি করিব নতুবা যেকোন মিথ্যা মামলায় ফৎসাইয়া দিব মর্মে হুমকি প্রদান করে উক্ত বিবাদীদ্বয় এরূপকার্যকলাপ করিয়া আমাকে হয়রানী করিতেছে। এবং আমার টাকা আত্মসাৎ করার চেষ্টা করিতেছে। বিবাসীদ্বয় যেকোন সময় আমার আরও বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে বলিয়া আমার আশঙ্কা হইতেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: