নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এনায়েতনগর শ্রীধরদী এলাকার বাসিন্দা মৃত এম. এ. মোতালেব খান’র পুত্র সাংবাদিক এম. এ. কামাল হোসেন খোকন (৫৪) তিনি অনিয়মের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানার সাব ইন্সপেক্টর নিরস্ত্র মোঃ সাইফুল ইসলাম বিপি নং- ৭৪৯৪০৬৮৩৭৪ এর বিরুদ্ধে প্রতিকার পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়। তিনি দৈনিক বর্তমান দেশবাংলা ও সাপ্তাহিক ক্রাইম ডাইরী পত্রিকার সহ সম্পাদক।
সাংবাদিক এম. এ. কামাল হোসেন খোকন বক্তব্যে বলেন- আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীণ সময়ে সংবাদ সংগ্রহের কাজ করিতে গেলে সিদ্ধিরগঞ্জ থানার মৃত আলাউদ্দীন বেপারীর পুত্র ভূইগড় রূপায়ন এলাকায় বসবাসরত মোঃ সোহরাব হোসেন ওরফে কামাল (৪৮) এর নির্দেশে বিবাদীর সহযোগীরা আমাকে মারধর করিয়া গুরুতর আহত করিলে, আমি বাদী হইয়া মোঃ সোহরাব হোসেন ওরফে কামাল সহ আরও অনেকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করি। যাহার মামলা নং-২২, তারিখ ২৩/০৮/২০২৪। বিবাদী সোহরাব হোসেন আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরী সম্পৃক্ত। সে ময়মনসিংহ জেলার ভালুকা-১১ আসনের এমপি ওয়াহিদ’র ডান হাত ও অর্থ যোগানদাতা হিসাবে অত্যন্ত সু-পরিচিত হওয়া স্বত্তেও অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার সাব ইন্সপেক্টর নিরস্ত্র মোঃ সাইফুল ইসলাম বিপি নং- ৭৪৯৪০৬৮৩৭৪ আমার অজান্তেই সোহরাব হোসেন’র পরিচিত জনদের সহিত গোপনে যোগাযোগ শুরু করেন। এমনকি আমাকে অবগত না করিয়া অত্র মামলার চার্জশিট হইতে অব্যহতি প্রদান করে। ফলে বিবাদী মামলার চার্জশিট হইতে অব্যহতি পাইয়া আমাকে এখন বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান অব্যাহত রাখিয়াছে। এ বিষয়ে বিবাদীকে অব্যহতি প্রদান করিয়া বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করিয়াছে। তাই আমি বিষয়টি সুষ্ঠ তদন্ত পূর্বক সু-বিচার পাওয়ার আশায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর ন্যায় বিচারার্থে ও পুলিশ কর্মকর্তার দ্বায়িত্ব পালনে অনিয়ম করায় প্রতিকারে দাবী জানাই।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
