২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকার ঝুঁট দখলবাজি, শিল্পকারখানা থেকে চাঁদাবাাজি, হাট ঘাট মাঠ, বাজার, মার্কেট সহ অধিকাংশ সেক্টর নিয়ন্ত্রণে নেয় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বিশাল সিন্ডিকেট বাহিনী। একই সঙ্গে তার অনুগামীরা মামলা বানিজ্য করে কোটি কোটি টাকা কামিয়েছেন।
বিসিকের ঝুট সেক্টর নিয়ন্ত্রণ করে কয়েক’শ কোটি টাকার মালিক বনে গিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন রনি। রনির বোন জামাতা বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা মোখলেছুর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এই ঝুট সেক্টর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে। সেই সেক্টরগুলোও এখন রনির নিয়ন্ত্রণে। স্থানীয়দের সূত্রে জানাগেছে, বিসিকের ঝুঁট সেক্টর নিয়ন্ত্রণ নিয়ে ৫ আগস্ট পরবর্তীতে আওয়ামীলীগ নেতা কাইল্লা রকমতের সঙ্গে দেনদরবার করেন রনি। যা স্থানীয় মিডিয়াতে ভিডিও সহ খবর প্রকাশিত হয়েছিল। রকমতের মাধ্যমে সেই সিন্ডিকেটে রনির নেতৃত্বে ঝুট নিয়ন্ত্রণে কাজ করে মাহামুদুল হক আলমগীর, রোজিনা আক্তার ও বরিশাইল্লা জাহাঙ্গীর আলম। তারা প্রতিটি শিল্প কলকারখানার ঝুট ব্যবসা এককভাবে নিয়ন্ত্রণ করেন। তাদের মাধ্যমে রনি লভ্যাংশ আদায় করেন। এ ছাড়াও ফতুল্লার সকল হাট, ঘাট, মাঠের ইজারা নিতে থাকেন শরীফ হোসেন মানিক, কায়েস আহমেদ পল্লব, দোলন। সকল ইজারা টেন্ডারবাজির মাধ্যমে নিয়ন্ত্রণে নেয় এই তিনজন। এদের মাধ্যমে পেছন থেকে রনি সকল সেক্টর গুলো নিয়ন্ত্রণ করছেন। এদের সঙ্গে সবচেয়ে বেপরোয়া হয়ে ওঠেছে বাংলাদেশ জুলাই যোদ্ধা কমিটির সদস্য পরিচয়দানাকারী এন আর বি মামুন। ফতুল্লার লাকিবাজার এলাকার সকল ফুটপাত থেকে চাঁদাবাজি করছে মামুন। একই সঙ্গে রনির ঘনিষ্ঠ কর্মী পরিচয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে সে। যাকে তাকে হুমকি ধমকি মামলা বানিজ্য করছে এই মামুন। বিভিন্ন মিলকারখানা থেকেও চাঁদাবাজি করছে এই মামুন। বর্তমানে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হয়ে ওঠেছেন মশিউর রহমান রনি। তার অঢেল টাকার উৎসব ফতুল্লার সকল বৈধ অবৈধ সেক্টর দখলবাজির মাধ্যমে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
