ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোটা রাষ্ট্রে শোক পালন করলেও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় উৎসবের আমেজ

নিজস্ব সংবাদদাতা
ডিসেম্বর ৩১, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

সারা দেশ যেখানে শোকাহত। ৩দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্বের নানা দেশে যখন ফ্যাসিষ্ট হাসিনার নির্মম নির্যাতনের শিকার, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শোকে মুহ্যমান সেখানে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির চরম অন্যায় কাজের প্রতিফলন ঘটেছে আজ।
‎‎সারা বাংলাদেশের অফিস-আদালত, মার্কেট, দোকান-পাটসহ ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রগুলি ছিল বন্ধ। সেখানে তারা জেলার ক্রিকেট মাঠে উৎসবের আমেজ নিয়ে ক্রিকেট খেলায় মেতে উঠেছে।
‎‎সূত্রমতে, ফ্যাসিষ্ট হাসিনার বিগত সময়ে এই জেলা ক্রীড়া সংস্থায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করা শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু হাসিনা পরিবারের সকলের জন্মদিনে কেককাটা থেকে শুরু করে মৃত্যুদিনের অনুষ্ঠান ঘটা করে পালন করেছে। এদিকে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারা দেশে ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা ও শোক পতাকা উত্তোলনের কথা থাকলেও এডহক কমিটির কেউই এ বিষয়ে দায়িত্বপালন করেনি। জেলা ক্রীড়া সংস্থার অফিসে গিয়ে এডহক কমিটির কাউকে এমনকি অফিসের কেরানী আঃ করিমকেও পাওয়া যায়নি। তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি। খোঁজ নিয়ে জানা গেছে এডহক কমিটির সবাই আওয়ামী ঘরানার লোকদ্বারা গঠিত। এর মধ্যে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুর বন্ধু শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও জাকারিয়া ইমতিয়াজ ওরফে জাকু সেখানে খেলার নামে আওয়ামী লোকদের নানা কায়দায় পূর্নবাসনের কর্মসূচি পালন করে চলেছে। এডহক কমিটির সদস্য সম্রাট হোসেন এমিলি ও গোলাম গাউছ এর পুরো পরিবারই আওয়ামী সমর্থনপুষ্ট। জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক হচ্ছেন জেলা প্রশাসক। জেলা ক্রীড়া সংস্থার যাবতীয় বিষয় দেখাশুনা করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং সদস্য সচিব হচ্ছেন জেলার ক্রীড়া অফিসার। জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি কর্তৃক রাষ্ট্রীয় শোকের দিনের নিয়ম লঙ্ঘন করে এরকম ধৃষ্টতা প্রদর্শনে ক্ষুদ্ধ আপামর ক্রীড়াপ্রেমী। তাদের প্রশ্ন ঘুরে ফিরে ফ্যাসিষ্ট হাসিনার লোকদের দিয়ে কারা গঠন করলো জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি। জেলা প্রশাসনের যেকোন সভায় খুব গুরুত্বের সাথে নির্দেশনা দেওয়া হয় যে, ফ্যাসিষ্ট হাসিনার কোন লোকজন যাতে কোনভাবেই ক্রীড়া, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কমিটিতে অংশ নেবার সুযোগ না পায়। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে ঘাপটি মেরে থাকা ফ্যাসিষ্ট হাসিনার লোকজনই কোন না কোনভাবে ঐসব সংগঠনে অনুপ্রবেশের সুযোগ নিয়ে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করে চলেছে। সংশ্লিষ্ট সংস্থার উচ্চপদে আসীন ব্যক্তিগণ এ বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে যেকোন সময়ে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: