ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আপনি কেমন শিক্ষিত আপনার সন্তানরা অশিক্ষিত?

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ৩, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দীনের মুখোশ উন্মোচন করে দেয়ার হুমকি দিয়েছেন এক সময়কার তারই ঘনিষ্ঠজন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আব্দুল বারী ভুঁইয়া। একই সঙ্গে গিয়াসের সন্তানদের নিয়ে কটাক্ষ করে বক্তব্য রেখেছেন। গিয়াসকে প্রশ্ন রেখে বারী ভুঁইয়া বলেছেন, আপনি কেমন শিক্ষিত, আপনারা সন্তানরা অশিক্ষিত? তবে বারী ভুঁইয়া এর আগেও গিয়াস ও তার সন্তানদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন, যা পরবর্তীতে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এবার গিয়াসের প্রতি চরম ক্ষেপেছেন বারী ভুঁইয়া।
স্থানীয়রা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে গিয়াসের নির্দেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদারকে নিয়ে নানা কটুক্তিমুলক বক্তব্য রাখতেন বারী ভুঁইয়া। এমনকি রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা সাজানো ও জেল খাটানোর পেছনে গিয়াসের হয়ে ভুমিকা রাখেন বারী ভুঁইয়া। কিন্তু রিয়াদ চৌধুরী কারামুক্ত হলে তার কাছে গিয়ে ক্ষমা চান এবং তাদের সঙ্গে রাজনীতি করার মত প্রকাশ করেন। বর্তমানে গিয়াস বিরোধী হয়ে টিটু, রিয়াদ ও রুহুল আমিনদের খুশি করতে গিয়াসের বিরুদ্ধে নানা কটুকক্তিমুলক ও কটাক্ষমুলক বক্তব্য রাখছেন বারী ভুঁইয়া। গত ২ জানুয়ারী শুক্রবার রাতে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এসব মন্তব্য করেন বারী ভুঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। গিয়াসউদ্দীনকে উদ্দেশ্য করে আব্দুল বারী ভুঁইয়া বলেন, যারা এক সময় আমাদের দল করতেন, বহিষ্কৃত হয়েছেন, এখন স্বতন্ত্র নির্বাচন করছেন। উনারা কিছু কিছু শোক সভা করছেন, শোক সভায় ব্যক্তিগত কুৎসা রটনা করছেন। শোকসভাতো শোকসভাই, সেখানে তো কেউ গুনাহ অর্জনের জন্য যায় না, কারো ব্যক্তিগত দোষত্রুটি খোজার জন্য যায় না। আর আপনি যেই দোষত্রুটিগুলোর কথা বলেছেন, আগে নিজের চেহারা আয়নায় দেখুন, এসব গুণগুলো আপনার মধ্যে আছে। আপনাকে সাবধান করতে চাইনা, আপনাকে বলতে চাই যে, আগামী দিনে আপনি যদি এ রকম কুৎসা রটনা করেন তাহলে আপনি কখন ১৫ আগস্ট পালন করেছেন, কখন আইভীর গলায় মালা পড়িয়েছেন, সব ফাঁস করে দিবো। সুতরাং ব্যক্তিগত কুৎসা রটাবেন না। আপনি একজন অধ্যক্ষ দাবি করেন, আমরাও স্বীকার করি। কিন্তু অধ্যক্ষ মানে এই নয় আমার সন্তান অশিক্ষিত হবে। আপনি সন্তানদের শিক্ষিত করতে পারেননি, আপনি কেমন শিক্ষক? আপনি আমাদের নিয়ে টানাহেছড়া করবেন না দয়া করে, আর যদি করেন তাহলে সকল মুখোশ উন্মোচন করে দেয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: