ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অতিষ্ঠ মিতালী মার্কেটের ব্যবসায়ীরা ফারুক ও ইকবালের চাঁদাবাজি

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ৬, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড মিতালী দোকানদার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ফারুক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এবং নাসিকের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে ব্যবসায়ীরা।
এতে করে সাধারন ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
একটি সূত্র হতে জানা যায় বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটের অন্যতম মিতালী মার্কেট দোকানদার সমিতির রেজিস্টার নাম্বার ঢাকা- ১১৯৮ এর সদস্য সংখ্যা রয়েছে প্রায় ৬৫০০ জন। সেখানে প্রতিদিন বিভিন্ন পণ্যের কেনাবেচা হয়ে থাকে। উক্ত সমিতিতে নিয়মিত জমা বাবদ চাঁদা প্রদান করছেন ব্যবসায়ীরা। এর থেকে একটি বড় অংশ হাতিয়ে নিচ্ছেন বিএনপি থেকে বহিস্কৃত সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন ও বর্তমান সেক্রেটারি জয়নাল আবেদীন ফারুক ওরফে কলার ফাররুক এবং তাদের সহযোগী ইকবালের বোনজামাই মুক্তার হোসেন, মুক্তার হোসেনের ভাই আনোয়ার হোসেন, আবুল হোসেন পায়েল, ইসমাইল হোসেন, জয়নাল ও লিটন।
উল্লেখিত চাঁদাবাজরা দোকানদারের কাছ থেকে বিদ্যুৎ বিল নিয়েও বিল পরিশোধ না করায় লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল ডেসা। এতে করে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। পরে ব্যবসায়ীদের আন্দোলনের মুখে মার্কেটের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান,বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার করার পর ইকবাল হোসেন ও তার বোন জামাই আওয়ামী লীগের দোসর মুক্তার বেশী বেপরোয়া হয়ে উঠেছে। উল্লেখিত চক্র ব্যবসায়ীদের নিকট হতে বিদ্যুৎ বিল, দোকান ভাড়া, ঝুটের টাকা আত্মসাৎ এবং মার্কেটে দোকান ক্রয়- বিক্রয়ের সময় অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে থাকে।
কেউ দিতে চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে নানান ভাবে লাঞ্চিত করে থাকে। বর্তমান মার্কেটে সেক্রেটারি জয়নাল আবেদীন ফারুক নোয়াখাইল্লা ফারুক এর মাধ্যমে মার্কেট হতে ইতিমধ্যেই বিএনপি নেতা ইকবাল হোসেনকে ৫ লাখ টাকা এককালীন চাঁদা প্রদান করা হয়েছে। এছাড়াও প্রতি মাসে ইকবাল হোসেন কে দেড় লাখ করে চাঁদা দিতে হবে বলে দাবী করা হয়েছে। বিএনপি নেতা ইকবাল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন সাধারণ ব্যবসায়ীরা। এ ব্যাপারে মিতালী মার্কেট দোকানদার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ফারুক ওরফে কলার ফারুকের মুঠোফোন নাম্বারে জানতে চাইলে তিনি উত্তেজিত কন্ঠে বলেন,আপনার হাতে দিছি। ত্যাড়া কথা বলছেন কেন? এ প্রশ্ন শুনে বলেন,যা ইচ্ছা লিখেন। আমি এ বিষয়ে অবগত না। এ ব্যাপারে বিএনপি নেতা ইকবাল হোসেনের মুঠোফোন নাম্বারে একাধিক বার কল করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: