ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপা এলাকা থেকে দেশীয় অস্ত্র-মাদকসহ মাদক ব্যবসায়ী জাহিদের সহযোগি ফাইটার মনির গ্রেফতার

ফতুল্লা সংবাদদাতা
জানুয়ারি ৬, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী মোঃ জাহিদের অন্যতম সহযোগী মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফাইটার মনির নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে ফতুল্লার গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকায় ফাতেমা ইয়াসমিন শিল্পীর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গাজী শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফাইটার মনিরকে আটক করলে তার দেওয়া তথ্যে তল্লাশি চালিয়ে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, সিসি ক্যামেরা, কম্পিউটার জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি উল্লেখ্য যে, মাসদাইর গুদারাঘাট ঘোষেরবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ জাহিদ দীর্ঘদিন যাবত মাসদাইরসহ আশপাশ এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুললেও তাকে গ্রেফতার করতে পারেনি প্রশাসনের কোন বাহিনী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে অন্য মাদক বিক্রেতাকে গ্রেফতার করলেও হাতকড়াসহ তাদেরকে নিয়ে পালিয়ে যায় এ জাহিদ। এছাড়াও ফতুল্লা মডেল থানার এক উপপরিদর্শক জাহিদ গ্রেফতার করতে গেলেও জাহিদ ও তার বাহিনীর সদস্যরা উক্ত উপপরিদর্শককে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। নিজ এলাকা ঘোষেরাবাগে র‌্যাবের অভিযানে জাহিদকে গ্রেফতার করতে গেলে জাহিদ রাবকে লক্ষ্য করে গুলি করলেও সেই গুলিতে এক অন্ত:সত্ত্বা মহিলা গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত প্রায় ১০দিন পুর্বে মাসদাইর বাজারের অপর মাদক বিক্রেতা শাওনকেও কুপিয়ে অঅহত করেছে এ জাহিদ। এ অপকর্মের পর পুলিশ কিংবা র‌্যাব কেউ এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি দূর্ধর্ষ এ মাদক ব্যবসায়ী জাহিদকে। স্থানীয়দের প্রশ্ন তাহলে কি প্রশাসনের চেয়েও বেশী শক্তিশালী অবস্থায় রয়েছে সুচতুর এ মাদক ব্যবসায়ী জাহিদের কর্মী বাহিনী কিংবা সোর্স ?

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: