ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৯নং যাদবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ক্রয়কৃত জমি দখলে নিতে পারছেন না মো. আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি। পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি বিক্রয় করার পর এখন বিক্রেতার আপন ভাইয়েরা জমি দখলে বাধা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জড়িয়ে ভিত্তিহীন অপপ্রচারের চালিয়ে যাচ্ছে।
ঘটনার বিবরণে জানাযায়, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে ৫নং ওয়ার্ডের বাসিন্দা পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৮ শতক জমি মো. শফিকুল ইসলামের নিকট থেকে ২৩ লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করেন মো.আরিফুল ইসলাম। জমির ক্রয়-বিক্রয় ও দলিল প্রক্রিয়া সম্পন্ন হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আরিফুল ইসলাম জমি দখলে নিতে গেলে বাধার সম্মুখীন হন।
জবরদখল ও হয়রানির অভিযোগ: ভুক্তভোগী আরিফুল ইসলামের অভিযোগ, জমি বিক্রেতা শফিকুল ইসলামের আপন ভাই বিধান ও ফসিয়ার উক্ত জমিটি দখলে নিতে দিচ্ছে না। জমিটি শফিকুল ইসলামের বৈধ পৈত্রিক সম্পত্তি হওয়া সত্ত্বেও তারা অন্যায়ভাবে এর অধিকার দাবি করছে। শুধু জমি দখলই নয়, তারা ক্রেতা আরিফুল ইসলামের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে প্রশাসনিকভাবে হয়রানি করে আসছে।
স্থানীয়দের বক্তব্য: এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, আরিফুল ইসলামের ক্রয়কৃত জমির যাবতীয় কাগজপত্র সঠিক ও বৈধ। শফিকুল ইসলাম নিজের অংশের জমিই নিয়ম মেনে বিক্রয় করেছেন। কিন্তু বিধান ও ফসিয়ার প্রভাব খাটিয়ে জমিটি আটকে রেখেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আরিফুল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার: এদিকে ফসিয়ারের ছেলে নূর উদ্দীন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নামে ৩০ লক্ষ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলেছে। স্থানীয়রা এই অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।
বর্তমান পরিস্থিতি: ক্রয়কৃত জমি বুঝে না পেয়ে এবং মিথ্যা মামলায় শিকলবন্দি হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন আরিফুল ইসলাম। তিনি এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। বিবাদী ফসিয়ার এবং বিধান জানান, এ ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করিয়াছি যাহা চলমান রহিয়াছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
