ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দর্পনে কাজিয়াতল বইয়ের মোড়ক উন্মোচনে জোসেফ: সুস্থ ও সচেতন সমাজ গঠনে সাহিত্যচর্চার বিকল্প নেই

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ১৪, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শেকাড়ের সন্ধানে, স্লোগানে এক অনাড়ম্বর ও সুশৃঙ্খল অনুষ্ঠানের মাধ্যমে “দর্পনে কাজিয়াতল” নামে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিমনস্ক এই আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং পাঠকসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজ বুধবার বিকালে শহরের ১নং রেলগেইট এলাকায় রিভারভিও কমপ্লেক্সে দর্পনে কাজিয়াতল বইয়ের সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন কে এম মাজহারুল ইসলাম জোসেফ। এ সময় জোসেফ বলেন, বই মানুষের চিন্তা-চেতনা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সুস্থ ও সচেতন সমাজ গঠনে সাহিত্যচর্চার বিকল্প নেই। দর্পনে কাজিয়াতল নামে এই বইটি স্থানীয় পর্যায়ে সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এছাড়াও জোসেফ এই সাহিত্য তথ্য সম্বলিত দর্পনে কাজিয়াতল (২য় সংকলন) এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সম্পাদক ইব্রাহিম খলিল জানান, গ্রামই আমাদের শেকড়, গ্রামকে জানলেই দেশের প্রকৃত ইতিহাস ও সংস্কৃতিকে জানা সম্ভব। এই বই লেখার মূল উদ্দেশ্য ছিল গ্রামের হারিয়ে যেতে বসা ইতিহাস, জীবনাচরণ, সামাজিক সম্পর্ক, কৃষিনির্ভর অর্থনীতি ও মানুষের সহজ-সরল জীবনধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। আধুনিকতার চাপে আজ গ্রামীণ ঐতিহ্য বিলীন হওয়ার পথে, সেই বাস্তবতা থেকেই এই লেখার প্রয়াস।এই বই কোনো কল্পকাহিনি নয়, এটি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, প্রবীণদের স্মৃতিচারণ এবং দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল। আমি বিশ্বাস করি, গ্রামীণ তথ্যভিত্তিক এই বই পাঠকদের চিন্তাজগতে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে এবং গ্রামবাংলার প্রতি ভালোবাসা বাড়াবে। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান প্রিন্স, যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, এম এ মান্নান, সফর আলী ভূইয়া, আরিফ প্রমুখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: