ঢাকাশুক্রবার , ৬ জুন ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

তাণ্ডবসহ ঈদের পাঁচ ছবিতেই থাকছে জীবনের গান

অনলাইন ডেস্ক
জুন ৬, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

রাত পোহালেই ঈদ। আর এই ঈদে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দিতে পৃক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা। ঈদের সিনেমাগুলো ৫টিতেই থাকছে গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা গান।  সমান সংখ্যক গান আছে নাটকেও।

ঈদের ছবিগুলোর মধ্যে রায়হান রাফীর ‘তাণ্ডব’-এ লিখেছেন ‘খবর দে’; নিজের সুর-সংগীতে এটি গেয়েছেন আরাফাত মহসীন নিধি। সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’-এর টাইটেল গানটি লিখেছেন জীবন; নাভেদ পারভেজের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন ‘বাংলাদেশি আইডল’ আরিফ রহমান জয়। আলোক হাসানের ‘টগর’-এ রয়েছে ‘ও সুন্দরী’। সুর-সংগীতে ইমরান, গেয়েছেন ইমরান ও আতিয়া আনিসা। সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ ছবিতেও আছে জীবনের গান।তোমাকে চাই’ শিরোনামের গানটি গেয়েছেন ইমরান ও কোনাল; সুর-সংগীতে ইমরান। এছাড়া মিঠু খানের ‘নীলচক্র’তে লিখেছেন ‘ধোকা’। এটি নিজের সুর-সংগীতে গেয়েছেন বালাম।

ঈদের ৫টি নাটকেও রয়েছে জীবনের লেখা গান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ক্ষতিপূরণ’ (আরফিন রুমির সুরে স্বর্ণা), রাফাত মজুমদার রিংকুর ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’ (মার্সেলের সুরে সজীব দাশ ও আতিয়া আনিসা) ও ‘এ সিক্রেট অব শিউলি’ (শোভন রায়ের সুরে মাশা ইসলাম), সেতু আরিফের ‘অভিমান’ (রবিন ইসলামের সুরে কবিতা) এবং হাসিব হোসেন রাখির ‘মন মঞ্জিলে’ (জাহিদ নিরবের সুরে মাশা ইসলাম) নাটকে এসেছে তার লেখা গান। এছাড়া এবারের ঈদে আরও একটি বিশেষ আয়োজনে লিখেছেন তিনি, তা হলো ‘পাঁচফোড়ন’। যাতে কণ্ঠ দিয়েছেন কিশোর লিজা। জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেতের এই ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হয় এটিএন বাংলায়।

এমন জমজমাট ঈদ নিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘গান তো সব সময়ই লিখি। তবে ঈদের মতো উৎসবে যখন গান আসে, তখন অনেক বেশি আনন্দ অনুভব করি। কারণ মানুষের আনন্দের পালে আমার গানগুলোও কিছুটা হাওয়া দেয়। একজন সৃষ্টিশীল মানুষের কাছে এটাই বড় পাওয়া। চেষ্টা করেছি প্রতিটি ছবি ও গানের গল্প অনুযায়ী রুচিশীল গান লিখতে। আশা করি, প্রত্যেকটি গানই শ্রোতাদের ভিন্ন অনুভব দেবে, ভালো লাগবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: