ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ২৯ বছরেই ক্রিকেট ছাড়লেন পুরান

স্পোর্টস ডেস্ক
জুন ১০, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচিত নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিকও তিনি। মারকুটে ব্যাটার হিসেবে খ্যাতিমান এই ব্যাটার বোলারদের জন্য আতঙ্কের নাম। তবে ২৯ বছর বয়সেই পুরান জানিয়ে দিলেন, দেশের হয়ে আর লড়বেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পুরান। তবে ক্রিকেট ছাড়ছেন না, বরং মনোযোগ দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পুরান। সম্প্রতি ইংল্যান্ড সিরিজে বিশ্রামের কারণ দেখিয়ে না খেললেও এখন বোঝা যাচ্ছে, সেটা ছিল অবসরের প্রস্তুতি। সোমবার আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে পুরান লিখেছেন, ‘অনেক চিন্তা ভাবনা এবং আত্মবিশ্লেষণের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

পুরান তার পোস্টে উল্লেখ করেন মেরুন জার্সি পরা জাতীয় সংগীতের সময় দাঁড়ানো এবং প্রতিবার মাঠে নেমে নিজের সবকিছু উজাড় করে দেওয়া এই অনুভূতিগুলো আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। দলের অধিনায়ক হওয়া ছিল আমার জন্য একটি সম্মান যা আমি সবসময় হৃদয়ে ধারণ করে রাখব। যদিও আমার আন্তর্জাতিক অধ্যায় এখানেই শেষ হচ্ছে তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। আমি দল এবং পুরো অঞ্চলটির জন্য আগামীর পথচলায় সাফল্য ও শক্তি কামনা করি।

পুরানের এই ঘোষণার পর এক বিবৃতিতে বোর্ড জানায়, তার অর্জন ও অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। ক্যারিবিয়ান ও বিশ্বজুড়ে সমর্থকদের মনে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

টেস্ট ক্রিকেটে কখনোই না খেলা পুরান সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে আর টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে, বাংলাদেশের বিপক্ষে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: