ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ৮০ প্রাণহানি, অনাহারে মৃত্যু ১৪ জনের

অনলাইন ডেস্ক
জুলাই ২৯, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও নিষেধাজ্ঞায় একদিনে আরও অন্তত ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি খাদ্য ও চিকিৎসাসেবার অভাবে অনাহারে মারা গেছেন আরও ১৪ জন, যাদের মধ্যে রয়েছে দুই শিশু। এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধের শুরু থেকে অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪৭ জন, এর মধ্যে ৮৮ জনই শিশু।

ইসরায়েলের পক্ষ থেকে গাজায় চলতি বছরের মার্চে সম্পূর্ণ অবরোধ জারি করা হয়। মে মাসে আংশিকভাবে তা শিথিল করা হলেও এখনও সীমিত পরিমাণে ত্রাণ ও খাদ্যসামগ্রী প্রবেশ করতে পারছে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সতর্কতার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেন, “গাজায় আমাদের সহকর্মীরা মানুষের এমন অবস্থা দেখছেন যেন তারা জীবিতও নয়, মৃতও নয়—একটি হাঁটতে থাকা লাশ মাত্র।”

জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিপ ল্যাজারিনি বলেন, “শুধু নিন্দা জানানো যথেষ্ট নয়। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, মানবিক দুর্যোগ রোধ করতে হবে এবং বন্দিদের মুক্ত করতে হবে।”

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ড সফরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “গাজায় প্রকৃত অর্থে দুর্ভিক্ষ চলছে, এবং এর জন্য ইসরায়েলকে বড় ধরনের দায় নিতে হবে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ দাবির বিরোধিতা করে বলেন, “গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। বরং ইসরায়েল মানবিক সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।” তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা।

গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫০ দিনে শিশু খাদ্য ঢুকতে না দেওয়ার কারণে ৪০ হাজারের বেশি শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, “বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে এবং শর্তহীনভাবে সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়া না হলে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: