শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে নির্মানাধীন ৫নং জেটি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া।
আজ মঙ্গলবার বিকেলে জেটি পরিদর্শনে আসেন জেলা প্রশাসক। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ৩নং ঘাটে বিসর্জনের ব্যবস্থা ছিলো। কিন্তু ঘাটটি নিয়ে আপত্তি আসায় ও জরাজীর্ণ হওয়ায় আমরা নতুন করে ৫নং ঘাটটি তৈরি করেছি। ৩নং ঘাটটি ছিলো পুরাতন ও পাশে কম প্রায় ১২০ ফিট কিন্তু বর্তমানে যেটা তৈরি করা হয়েছে সেটা প্রায় ২৫০ ফিট। আমরা আশা করছি আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আমরা কাজ শেষ করতে পারবো। যাতে করে সুন্দর ও সুশৃঙ্খলভাবে বিসর্জনের কাজ শেষ করতে পারে। গতবার পূজা মন্ডপের সংখ্যা ছিলো ২২৩টি এবার হয়েছে ২২৪টি। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে অনেক বেশী স্বাভাবিক রয়েছে। বিশেষ করে পূজাকে কেন্দ্র করে সকল দল ও ধর্মমত সবাই একস্থানে অবস্থান করছে। তারপরেও হয়তো একটি গোষ্ঠী থাকবে যারা চাইবে কিভাবে আমাদের এ সুন্দর অনুষ্ঠানটি নষ্ট করে দেওয়া যায়। আমাদের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ তৎপর রয়েছে যাতে করে পূজার কার্যক্রম আমরা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পারি। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, মেজর আয়াজ, বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন, উপ-পরিচালক সাজ্জাদুর রহমান, সদর থানার ওসি নাছির আহমেদ, পূজা উদযাপন পরিষদ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, জেলার প্রচার সম্পাদক তপন গোপ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সহ-সভাপতি উত্তম কুমার সাহা, হিমাদ্রী সাহা হিমু, সাধারণ সম্পাদক সুশিল দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, সহ-দপ্তর সম্পাদক সুমন দে, আপন সরকার প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
