ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া-কবিতা
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

না’গঞ্জ জেলা প্রশাসকের তদারকিতে দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংস্কার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

নগরীর জামতলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জানাযায়, বছরের দুইটি ঈদের নামাজ নগরীর জামতলার কেন্দ্রীয় ঈদগায়ে পড়ে নারায়ণগঞ্জবাসী। বিগত সময় ঈদগাহ মাঠের অবস্থা ছিলো জরাজীর্ণ তা সংস্কারের আকাঙ্খা ছিলো নারায়ণগঞ্জবাসীর। সেই আকাঙ্খা বাস্তবায়িত করতে নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্দ্যােগে কেন্দ্রীয় ঈদগাহকে নতুন আঙিকে রুপ দিতে দুর্বার গতিতে এগিয়ে চলছে সংস্কার কাজ।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর জামতলায় কেন্দ্রীয় ঈদগাহ৷ মাঠের কাজ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় জেলা প্রশাসক বলেন, এটি নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, আমি যখন প্রথম ঈদের নামাজ পড়তে আসি সেটি ছিলো ঈদুল ফিতরের নামাজ। এর আগের দিন এই ঈদগাহ মাঠ পরিদর্শন আসি, এসে দেখি মাঠের সামনের যে ষ্ট্রাক্চারছিলো তা হেলে পড়ে গিয়েছিলো, পাশের ওয়াল ছিলো না, ভেঙে পড়ে গিয়েছিলো। এগুলো দেখে আমার মনে হয়েছিলো নারায়ণগঞ্জের মত একটা ঐতিহ্যবাহী জেলার কেন্দ্রীয় একটি ঈদগাহ মাঠ এর শোহচনীয় অবস্থা, আমরা এটাকে কিভাবে রক্ষা করতে পারি সেই লক্ষ্যে তখন থেকে আমার মধ্যে এটি কাজ করছিলো এবং এরপর এই ঈদগাহ মাঠটাকে সেই মোগল আমলের স্মৃতি আছে নারায়ণগঞ্জ শহরের। মোগল আমল থেকে এটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত সেই লক্ষ্যে আমরা মোঘল আমলের আদলে আমরা বিভিন্ন আর্কিটেক্টেড দিয়ে কত সুন্দর ভাবে করা যায় আমরা তাদের ডিজাইন এনে আমাদের যে কমিটি আছে সেই কমিটির সামনে উপস্থাপন করেছিলাম। কমিটি যে স্ট্রাকচারটি পছন্দ করেছিলো সবার সর্ব সম্মতিক্রমে সেই স্ট্রাকচারটি নিয়েই আমরা কাজ করছি। আজকে এই ঈদগাহ মাঠে ঢালাই, ঢালাইয়ের কাজ শুরু হয়েছে আমরা চেষ্টা করছি দ্রুতই এই কাজটি সম্পুর্ন করতে এবং এটি একটি ঐতিহাসিক সেই মোঘল আমলের সৌন্দর্য নিয়ে আগাতে চাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন, নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলাম, জেলা নাজির কামরুল ইসলাম প্রমুখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: