ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজায় ৫ লাখ টাকা অনুদান দিচ্ছে নাসিক

নিজস্ব সংবাদদাতা
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পক্ষ থেকে নগরীর ৬৬টি পূজা মন্ডপে প্রায় ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।

আজ বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ ঘোষণা দেন তিনি।

প্রশাসক ড. আবু নছর বলেন, “বিসর্জনের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় এবং পূজার প্রতিটি কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়-সে বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। মানুষ যেন আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, বঙ্গবন্ধু সড়কের ছোট-খাটো যে গর্তগুলো আছে, তা মেরামতে প্রায় ৭ লাখ টাকা ব্যয় করা হবে। বিসর্জনের স্থানে বড় মঞ্চ ও আলোকসজ্জায় প্রায় ২ লাখ টাকা ব্যয় হবে। পূজার সময় একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করা হবে, যার সাথে পূজা পরিষদের নেতারা সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবেন।

সন্ধ্যার পরে শহরে যাতে ট্রাক প্রবেশ করতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পুলিশের, আমরা আশা করছি তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

শহরের অবকাঠামো উন্নয়নে পরিকল্পনার বিষয়ে প্রশাসক জানান, বর্তমানে শহরে বড় ড্রেন নির্মাণকাজ চলছে, এতো বড় ড্রেন আপনারা বাংলাদেশের আর কোথাও দেখতে পাবেন না। আমরা আশা করছি, এই ড্রেনের কাজ শেষ হলে আগামী বর্ষায় নারায়ণগঞ্জে আর পানি জমবে না। সাময়িক অসুবিধা হলেও এটি নগরবাসীর জন্যই করা হচ্ছে।

এছাড়া তিনি শহরের জলাবদ্ধতা দূরীকরণে নতুন উদ্যোগের কথাও উল্লেখ করেন। বঙ্গবন্ধু সড়কে কিছু ভ্যানগাড়ি চালু করা হবে, যাদের কাজ হবে রাস্তায় পড়ে থাকা পলিথিন সংগ্রহ করা। তিনি বলেন, জলাবদ্ধতার প্রধান কারণ হলো পলিথিন। নিয়মিত অপসারণ করলে পানি চলাচলে আর বাধা সৃষ্টি হবে না।

সভায় তিনি আরও জানান, ভবিষ্যতে নারায়ণগঞ্জে পাবলিক লাইব্রেরি, চাইল্ড কেয়ার সেন্টার এবং আরও কিছু নতুন জনসেবামূলক প্রকল্প হাতে নেওয়া হবে। এ বিষয়ে অচিরেই নগরবাসীর সাথে মতবিনিময় সভা করা হবে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসাইন, সচিব নূর কুতুবুল আলমসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: