ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া-কবিতা
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাহী কর্মকর্তাদের মন্দির পরিদর্শনের নির্দেশ ডিসির

নিজস্ব সংবাদদাতা
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে কড়া পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা পূজা চলাকালীন সময়ে নির্বাহী অফিসারদের জেলার প্রতিটি মন্দির পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আজ রবিবার সকালে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন। জেলা প্রশাসক বলেন, আমরা এমন একটি সংস্কৃতিতে বসবাস করি, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ। দুর্গাপূজা যেন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে নির্বাহী অফিসাররা যেন প্রতিটি মন্দির পরিদর্শন করেন এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি শুরু হওয়ার পর থেকেই বিশেষ নজরদারি রাখতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পূজা বিসর্জনের ব্যাপারে জেলা প্রশাসক বলেন, ৫ নম্বর ঘাটে প্রায় ৪০টি মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন দিতে আসবে। সিটি কর্পোরেশন ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি, তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে ঘাট প্রস্তুত করে ফেলেন।” তিনি আরও বলেন, বিসর্জনের জন্য ব্যবহৃত রাস্তাগুলো হকারমুক্ত ও নিরবচ্ছিন্ন রাখতে হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমাড্যান্ট কানিজ ফারজানা শান্তা, সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রমুখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: