ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া-কবিতা
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পূজা উদযাপন পরিষদের সাথে গণসংহতি আন্দোলনের মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টায়মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন,গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করেছি। এই শক্তির ভিত্তি হবে জনগণের বৃহত্তর স্বার্থ, এর বাইরে আলাদা কোনো স্বার্থ থাকবে না। একই সাথে ধর্ম-বর্ণ-লিঙ্গভেদে আলাদা কোনো পরিচয় থাকবে না, রাষ্ট্রের সকল নাগরিক সমান রাজনৈতিক মর্যাদার অধিকারী হবেন। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যে সরকারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তারা সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে নোংরা রাজনীতি করেছে এবং তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের ফলে রাজনৈতিক বাধা অপসারিত হয়েছে এবং নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান মর্যাদা প্রতিষ্ঠিত হোক। আসন্ন শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব পালন করবেন এবং এর নিরাপত্তা নিশ্চিত করা স্থানীয় প্রশাসনের দায়িত্ব। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, তারা যেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। সভায় আরও উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য এসএম রাব্বি ও আওলাদ হোসেন। অন্যদিকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক শংকর দে, সাধারণ সম্পাদক শিপন সরকার, সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগর কমিটির সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: