প্রথম ওপেন জাতীয় ও আর্ন্তজাতিক কারাতে টুর্নামেন্টে মেডেল পাওয়া নারায়ণগঞ্জের কারাতেকাদের হাতে সনদ তুলে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে তিনি ১০ জন কারাতেকাদের হাতে এ সনদ তুলে দেন। এসময় কারাতে কোচ আশরাফুল ইসলামসহ কারাতেকাদের সকল অভিভাবকরা উপস্থিত ছিলেন। সনদ বিতরণ শেষে ডিসি সবাইকে মিষ্টিমুখও করান।
জানাগেছে, নগরীর আল্লামা ইকবাল রোডে অবস্থিত ‘বাংলাদেশ সেলফ ডিফেন্স এন্ড স্পোর্টস কারাতে একাডেমি’ থেকে এ কারাতেকারা ওই আর্ন্তজাতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ থেকে ১০ জন স্বর্ণের পাশাপাশি রুপা ও ব্রোঞ্জ অর্জন করে তারা।
মেডেল পাওয়া কারাতেকারা হলেন: রুফাইধা (গোল্ড ১টা, সিলভার ১টা),সারাফ(গোল্ড ১টা, ব্রোঞ্জ ১টা), আহনাফ(সিলভার ১টা), আত্মবিদ (২টা ব্রোঞ্জ), দিহান (সিলভার ১টা, ব্রোঞ্জ ১টা), তাহমিদ (ব্রোঞ্জ ২টা), জাকি(ব্রোঞ্জ ১টা), নাহিদা(ব্রোঞ্জ ১টা), অবদিয়া (ব্রোঞ্জ ২টা), রোকেয়া জাহান মিম(ব্রোঞ্জ ১টা) মোট ২টা গোল্ড, ৩টা সিলভার, ১১টা ব্রোঞ্জ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।