নারায়ণগঞ্জ জেলায় যত্রতত্র সংসদ সদস্য পদপ্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। বিভিন্ন নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দলের পাশাপাশি সতন্ত্র প্রার্থীরা জানান দিচ্ছে নিজের অবস্থা। বর্তমানে সবচেয়ে আলোচনায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত। নারায়ণগঞ্জ জেলায় একই আসনে একাধিক প্রার্থীরা সবুজ সংকেত পেয়েছেন বলে জানান দিচ্ছেন। অন্যদিকে সবুজ সংকেত প্রত্যাশির তালিকাও কম নয়। যদিও বিএনপির হাইকমান্ডের ভাস্যমতে, নারায়ণগঞ্জ জেলায় এখনো কাউকেই দেওয়া হয়নি দলীয় সবুজ সংকেত। তবে আলোচনা চলছে, চলছে নিবিড় পর্যবেক্ষন। তৃনমূলের সমর্থন ও গ্রহনযোগ্যতাকেই প্রধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
বিগত ১৬ বছর রাজনীতিতে ক্ষমতাসীন দলের দমন-পীড়ন কল্পে কোনঠাসা হয়ে পরেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অনান্য আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো। বাক-স্বাধীনতার গ্রাস করার মাধ্যমে পতিত সরকার স্বৈরাচারী ভূমিকায় অধিষ্ঠিত হয়। গত ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশ ত্যাগ করেন এবং একইসাথে ক্ষমতাচ্যুত হয় তিনশো আসনের সংসদ সদস্য। দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত মানুষের মধ্যে আবারো জন্ম নেয় স্বপ্ন।
এদিকে মনোনয়ন প্রত্যাশী শিল্পপতিদের দাপটে দলের অভ্যন্তরীন সংকট তৈরী হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যতোই দিন ঘনিয়ে আসছে ততই তৃনমূল নেতাকর্মীদের দন্দ প্রকাশ্য হচ্ছে। এছাড়াও প্রার্থী তালিকায় প্রকাশ পাচ্ছে ছোটবড় নানান পেশার মানুষের নাম।
এ নিয়ে রীতিমত সাধারন মানুষের মাঝে হাসি-তামাশার খোড়াক হচ্ছেন জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল গুলো।
সচেতন সাধারন মানুষের মতে, ব্যাক্তি ইচ্ছায় যে কেউ প্রার্থীতা ঘোষনায় নষ্ট হচ্ছে দলের ভাবমূর্তী এবং দল গুলোর কেন্দ্রীয় নেতা-নেত্রীবৃন্দ যদি সচতেন ভাবে পদক্ষেপ গ্রহন না করেন তবে আগামী নির্বাচনে প্রতিটি দলকেই এর মাশুল গুণতে হবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
