আসামের বাঙালি অধ্যুষিত শ্রীভূমি জেলার এক কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা’ গানটি গাওয়ার কারণে পুলিশি তদন্তের মুখোমুখি এবং তাকে দেশদ্রোহী আখ্যা দেয়া হয়েছে।
‘আমার সোনার বাংলা’ গানটি গাইতে বাধা দেয়া বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির প্রতি নিষ্ঠুর আঘাত। রবীন্দ্রনাথের গান গাইলে পুলিশী তদন্তের মুখোমুখি হতে হবে কেন? এ নিয়ে আসামসহ ভারতের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এর প্রতিবাদ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় যার যার অবস্থান থেকে “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” গেয়ে প্রতিবাদ জানায় ভারতের সকল বাঙালি। তাদের সঙ্গে সংহতি জানিয়ে ‘বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের’ উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” গানটি পরিবেশন করে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সদস্যবৃন্দসহ একদল সংস্কতিকর্মী।
আয়োজনে আসামসহ ভারতের সকল বাঙালিদের ভাষা ও সংস্কৃতি চর্চার অধিকারের সমর্থনে সর্বস্তরের জনগণকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান ফেডারেশনের সভাপতি বিশিষ্ট আবৃত্তিশিল্পী মেহেদী হাসান।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
