ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিটাগুড় বাজারে চাপ: শুল্কমুক্ত আমদানি বন্ধে এনবিআরকে বিএসএফআইসির অনুরোধ

নিজস্ব সংবাদদাতা
ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

দেশে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও শুল্কমুক্ত চিটাগুড় আমদানির কারণে সরকারি শিল্পপ্রতিষ্ঠানের পণ্য বিক্রি বাধাগ্রস্ত হচ্ছে—এ অভিযোগ তুলে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আমদানিতে কড়াকড়ি আরোপের অনুরোধ করেছে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি)।

বিএসএফআইসির পাঠানো চিঠিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি দেশে একমাত্র সরকারি সংস্থা হিসেবে সরাসরি আখ থেকে চিনি, চিটাগুড়, প্রেসমার্ড ও ব্যাগাছ উৎপাদন করে থাকে। ২০২৪-২৫ মৌসুমে উৎপাদনের পরও বর্তমানে প্রায় ১৯ হাজার ৬৮৫ টন চিটাগুড় মজুত রয়েছে। এদিকে নতুন মৌসুমে আরও প্রায় ৩২ হাজার ১৩০ টন চিটাগুড় উৎপাদন হবে বলে ধারণা দেওয়া হয়েছে।

সংস্থার অভিযোগ, ভারত, পাকিস্তান ও নেপাল থেকে শুল্কমুক্ত চিটাগুড় আমদানির ফলে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এর প্রভাবে বিএসএফআইসির উৎপাদিত উন্নতমানের চিটাগুড় বিক্রি বাধাগ্রস্ত হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের পূর্বের পদক্ষেপে স্থানীয় চাহিদা কিছুটা বাড়লেও এখন মাড়াই মৌসুম শুরু হওয়ায় আমদানি অনুমতি দিলে ক্ষতি আরও বাড়বে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কিছু ব্যবসায়ী এনবিআরের শুল্ক না দিয়ে চিটাগুড়কে গোখাদ্য হিসেবে দেখিয়ে অবৈধভাবে আমদানি করছে। এসব চিটাগুড় বেসরকারি চারটি ডিস্টিলারি কারখানা ও ক্ষুদ্র খামারিদের কাছে সরবরাহ করা হচ্ছে। এতে সরকার রাজস্বহারাচ্ছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা দেশের বাইরে যাচ্ছে।

বিএসএফআইসির মতে, দেশে উৎপাদিত চিটাগুড় খামারিদের সরবরাহে কোনো ঘাটতি নেই। খামারগুলো টেন্ডার ছাড়াই চিনিকল থেকে প্রয়োজনমতো চিটাগুড় কেনার সুযোগ রাখে নীতিমালা। তাই আমদানিকারকদের স্থানীয় পণ্য কেনায় উৎসাহিত করতে হবে।

চিটাগুড় বিক্রি স্বাভাবিক রাখা, সরকারি শিল্পের সুরক্ষা এবং বৈদেশিক মুদ্রা অপচয় রোধে শুল্কমুক্ত বা স্বল্প শুল্কে আমদানির অনুমোদন সীমিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরকে অনুরোধ জানিয়েছে বিএসএফআইসি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: