পেঁয়াজের আমদানি অনুমতি (আইপি) বাড়ানোর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাড়ায় মাত্র দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ১০ থেকে ২০ টাকা। ব্যবসায়ীদের মতে, আমদানি অব্যাহত থাকলে এবং মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ আরও বাড়লে দাম আরও কমতে পারে। গতকাল রোববার রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, যা দুই দিন আগে ছিল ১১০ থেকে ১২০ টাকা। একই সঙ্গে দেশি পুরোনো ও নতুন মুড়িকাটা পেঁয়াজের দামও কেজিতে প্রায় ২০ টাকা কমেছে। বর্তমানে বাজারে পুরোনো পেঁয়াজ ১৩০ টাকা এবং নতুন মুড়িকাটা পেঁয়াজ ৯০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, এক বছরের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় আড়াই শতাংশ বেড়েছে। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে কৃষি মন্ত্রণালয় আমদানির অনুমতি বাড়িয়েছে। গত শনিবার থেকে প্রতিদিন ২০০টি আইপি ইস্যু করা হচ্ছে, যেখানে প্রতিটি আইপির বিপরীতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হচ্ছে। এর আগে প্রতিদিন মাত্র ৫০টি আইপি ইস্যু করা হতো। এদিকে গতকাল রাতে কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পেঁয়াজের দাম আরও সহনীয় রাখতে ১৫ ও ১৬ ডিসেম্বর প্রতিদিন ৫৭৫টি করে আইপি ইস্যু করা হবে। এসব আইপির প্রতিটির আওতায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির সুযোগ থাকবে।
অনুমতি দেওয়ার পর থেকেই প্রতিদিন স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ করছে। ফলে বাজারে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি মুড়িকাটা পেঁয়াজের জোগান বাড়ায় পুরোনো পেঁয়াজের ওপর চাপ কমেছে। কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, ভারতীয় পেঁয়াজ আসায় বাজারে দাম কমছে। তবে তাঁর মতে, আমদানিকৃত পেঁয়াজের দাম আরও কম হওয়া উচিত। উল্লেখ্য, মাস দেড়েক আগে হঠাৎ পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠে। প্রথমে আমদানির অনুমতির ঘোষণায় দাম কিছুটা কমলেও পরে কৃষকের স্বার্থে আমদানি বন্ধের ইঙ্গিতে আবার দাম বাড়ে। শেষ পর্যন্ত গত ৭ ডিসেম্বর থেকে আমদানির অনুমতি কার্যকর হলে পেঁয়াজের দাম ধীরে ধীরে কমতে শুরু করে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
