পেঁয়াজের বাজার ফের অস্থির হয়ে উঠেছে। গত এক সপ্তাহে কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি উল্লেখযোগ্যভাবে। তবে স্বস্তির খবর দুই সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে কাঁচামরিচের দাম। স্থিতিশীল রয়েছে ডিম ও মুরগির বাজার। ব্যবসায়ীরা জানান, সরকার পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্ত দিলে মজুতদাররা সুযোগ নিচ্ছেন। কৃষক ও মজুত পর্যায়ে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে খুচরায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা কেজি দরে। যদিও টিসিবির হিসাব বলছে— গত বছরের তুলনায় এখনও পেঁয়াজের দাম প্রায় ১০ শতাংশ কম।
এদিকে পাতাযুক্ত নতুন পেঁয়াজ বাজারে এসেছে। যার কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজারেও চড়া দাম অব্যাহত রয়েছে। শিমের কেজি ৮০ থেকে ১০০, বরবটি, উচ্ছে, বেগুন ও ঢ্যাঁড়শের দাম ৫০ থেকে ৮০ টাকার মধ্যে। তবে ফুলকপি ও বাঁধাকপির দাম কিছুটা কমে মাঝারি আকারের প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের বাজারে উল্লেখযোগ্য সুযোগ এসেছে। দুই সপ্তাহ আগে কেজি ১৮০–২০০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। নতুন আলুর দাম এখনও চড়া কেজি ৮০ থেকে ১০০ টাকা। পুরোনো আলুর কেজি ২৪ থেকে ২৮ টাকা হলেও গত সপ্তাহের তুলনায় বেড়েছে দুই থেকে চার টাকা।
এদিকে ডিম ও মুরগির বাজারে বড় কোনো পরিবর্তন নেই। ফার্মের ডজন ডিম ১২০ টাকা, ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা এবং সোনালি জাতের মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
