বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের শুল্কহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, এনবিআর এবং বিটিআরসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয় প্রবাসীরা দেশে এলে সর্বোচ্চ ৬০ দিন নিবন্ধন ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এর বেশি সময় থাকলে ফোন নিবন্ধন বাধ্যতামূলক হবে। যাদের বিএমইটি কার্ড আছে, তারা নিজের ব্যবহারের হ্যান্ডসেট ছাড়াও অতিরিক্ত দুটি নতুন ফোন দেশে আনতে পারবেন বিনা শুল্কে; চতুর্থ ফোনের জন্য শুল্ক পরিশোধ করতে হবে। আর যাদের বিএমইটি কার্ড নেই তারা নিজেদের ব্যবহারের ফোনের পাশাপাশি একটি অতিরিক্ত ফোন আনতে পারবেন বৈধ ক্রয়কাগজসহ।
বর্তমানে বৈধ আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। শুল্ক কমালে বাজারে মোবাইল ফোনের দাম কমবে বলে আশা করা হচ্ছে। তবে আমদানি শুল্ক কমানো হলে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের শুল্ক ও ভ্যাট সমন্বয় করাও জরুরি হবে; তা না হলে কারখানার বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অবৈধ, ক্লোন, চুরি বা রিফারবিশড মোবাইল বাংলাদেশে নিষিদ্ধ করা হবে। ১৬ ডিসেম্বরের আগে অবৈধ পথে আমদানি করা কিন্তু বৈধ আইএমইআইযুক্ত ফোনগুলো হ্রাসকৃত শুল্কে বৈধ করার সুযোগ দেওয়া হবে। ক্লোন ও রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। এদিন থেকে চালু হবে এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রি)। নাগরিকদের সতর্ক করা হয়েছে বৈধ আইএমইআই ছাড়া অন্য কোনো হ্যান্ডসেট কেনা থেকে বিরত থাকতে হবে।
এর পাশাপাশি ভারত, চীন, থাইল্যান্ডসহ কয়েকটি দেশ থেকে আসা ফ্লাইটে মোবাইল চোরাচালান রোধে কাস্টমসের অভিযানে জোর দেওয়া হবে। প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫-এ ইকেওয়াইসি ও আইএমইআই নিবন্ধনসংক্রান্ত তথ্য সুরক্ষার নিশ্চয়তা এবং ডেটা লঙ্ঘনকে দণ্ডনীয় অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
