বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়ানোয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি দ্রুত সময়ের মধ্যে বৈঠকে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। ঘোষণা ছাড়া বোতলজাত সয়াবিনের লিটারে ৯ টাকা এবং খোলা তেলের প্রায় ৫ টাকা বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, সরকারকে না জানিয়ে সমন্বিতভাবে দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়; এ প্রক্রিয়ার কোনো আইনগত ভিত্তি নেই। সরকার টিসিবির জন্য যে দামে তেল কিনছে, সেই তেলের বাজারদর পরের দিনই ২০ টাকা পর্যন্ত বেশি রাখা হয়েছে তার যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বলেও জানান উপদেষ্টা।
ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইন লঙ্ঘন হলে যে ব্যবস্থা নেওয়া দরকার, সে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। ভোজ্যতেল ব্যবসায়ীদের দাবি মূল্য সমন্বয়ে মন্ত্রণালয় বা ট্যারিফ কমিশনের অনুমতি প্রয়োজন নেই; এ বিষয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এটা তাদের বক্তব্য, আমরা তা মানি না। এদিকে, আজ বৃহস্পতিবার বাণিজ্য সচিবের সভাপতিত্বে ভোজ্যতেলের দাম নির্ধারণ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আরেক বৈঠকে অত্যাবশ্যকীয় পণ্য আইনের খসড়া নিয়ে আলোচনা হয়।
এতে উপস্থিত ক্যাব সভাপতি এএইচএম সফিকুজ্জামান বলেন, আইন অনুযায়ী কিছু পণ্যের দাম সরকার নির্ধারণ করে দেয় এবং মূল্য নির্ধারণের নির্দিষ্ট সূত্র রয়েছে। পরামর্শ ছাড়া তেলের দাম বৃদ্ধি আইনের ব্যত্যয়, যা ভোক্তার অধিকারেরও লঙ্ঘন। তিনি জানান, প্রয়োজন হলে মজুত ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিশেষ আইন প্রয়োগের সক্ষমতা সরকারের রয়েছে। ‘আইনের বাস্তব প্রয়োগ দেখতে চাই’ বলেন ক্যাব সভাপতি।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
