নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সর্বস্তরের প্রশাসন তৎপর রয়েছে। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসারসহ সাদা পোশাকধারী পুলিশের একাধিক বাহিনী পূজাকে ঘিরে নিরাপত্তার কাজ করছেন। আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যারা হিন্দু ধর্মের রয়েছেন তারা নির্ভয় ও নির্বিঘ্নে পূজা করতে পারবেন আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাব।
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মন্ডপ ও সন্ধ্যায় পাগলা বাজার শ্রী শ্রী লোকনাথ মন্দিরসহ পাগলা জেলে পাড়ার বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করে তিনি এসব কথা জানান।
পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জে যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেই দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সোচ্চার রয়েছেন। তিনি বলেন,যারা ভলেন্টিয়ার এবং এলাকাভিত্তিক নেতাকর্মী রয়েছেন আপনাদেরকেও বলব, আপনারা সকলেই সোচ্চার থাকবেন। কেননা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা কোথাও যেন না ঘটে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। তিনি আরও বলেন, ইতোমধ্যে বেশ কয়েক জায়গায় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আপত্তিকর ঘটনার খবর শুনেছেন, সেগুলো গুজব ছিল। আপনারা কেউ গুজবে কান দিবেন না। আপনারা সবাই শান্তি-শৃঙ্খলা মেনে পুজো করবেন আমরা আপনাদের সর্বাত্মক নিরাপত্তা দিয়ে যাব। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল হাসিনুজ্জামান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি বাবুল আহমেদ, নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিবু দাস, ডাক্তার অনিল, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন হিমু,বাংলাদেশ তথ্য প্রযুক্তি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রতন প্রমুখ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
