কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে সারাদেশের ন্যায় ব্যাপক প্রস্তুতি নিয়েছিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা রোধে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর প্রবেশপথগুলোতে ইতিমধ্যে পুলিশের তল্লাশি জোরদার করা হয়েছে, আর গোয়েন্দা সংস্থাগুলোও নজরদারি কার্যক্রম বাড়িয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন যোগদানের পর থেকেই তাঁর কঠোর নির্দেশনায় সকল ক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে অগ্রসর হচ্ছে। সম্প্রতি লকডাউনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলায় জ্বালাও পুরাও মিছিল মিটিং এর ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জের তেমন কোন ঘটনা ঘটে নাই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতার কারণে। লকডাউন কে কেন্দ্র করে জায়গায় জায়গায় টহল, পাহাড়া চেকপোস্ট বসানো হয়েছিল। যার কারণে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
পুলিশ সুপার তাঁর কার্যক্রমের দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলায়।
এখনো যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন প্রকার অভিযান অব্যাহত রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ সতর্কভাবে জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) সার্বিক পরিস্থিতি স্বশরীরে উপস্থিত হয়ে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। প্যাট্রোলিং কার্যক্রম বাড়ানো হয়েছে, কেপিআই এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়।
এছাড়া আগামী কিছুদিন রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকবে বলে নির্দেশনা রয়েছে। রাস্তার পাশে তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়ে ফেলে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
