নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দুর্গম এলাকা হলো কালাপাহাড়িয়া ইউনিয়ন। মেঘনা নদী পার হয়ে যেতে হয় এই দ্বীপ ইউনিয়নে। ১৪ টি গ্রাম নিয়ে এই ইউনিয়ন গঠিত। প্রায় ৩০ থেকে ৩৫ হাজার জনগণ এই ইউনিয়নে বসবাস করেন। কালাপাহাড়িয়ার উত্তরে নরসিংদী জেলার সদর উপজেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা, দক্ষিণে কুমিল্লা জেলার হোমনা ও মেঘনা উপজেলা। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন যোগদানের পর থেকেই নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং আইন-শৃঙ্খলা ধীরে ধীরে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর ২০২৫ খ্রিঃ বিকেল ০৩.০০ ঘটিকায় কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের হলরুমে মারামারি, চুরি, মাদক, জুয়া, বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিনের নির্দেশে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ খন্দকার নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী(ক্রাইম এন্ড অপস্), এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী ইসলাম, সহকারী পুলিশ সুপার, “গ” সার্কেল, নারায়ণগঞ্জ । কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পেশার সুধীজন উপস্থিত থেকে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। চুরি বন্ধ করতে প্রতিটি গ্রামে পুলিশের পাশাপাশি এলাকার জনগণ পালাক্রমে “ভিলেজ ডিফেন্স পার্টি” গঠন করে রাত্রি বেলায় পাহারা দিবে বলে একমত পোষণ করেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
