জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কিত ব্যপক জনসচেতনা বৃদ্ধিতে স্থানীয় সরকারী -বেসরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিকদের অংশগ্রহণে নারায়ণগঞ্জে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার শাখা, নাঈমা ইসলাম’র সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার তারিক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম, মেহেদী হাসান। কর্মশালায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো.আসাদুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান রোমান, সিনিয়র সহকারী কমিশনার টি,এম,রাহসিন কবির, যুব উন্নয়ন অধিদপ্তরেরনউপ পরিচালক হাসিনা মমতাজ, সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রায়হান কবির তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত থাকলে পক্ষ পাতিত্ব কম হবে। সঠিক প্রক্রিয়ায় বিচার না হলে পক্ষপাতিত্বের অভিযোগ আসবে। যার পক্ষে রায় যায় সে খুশি হয় অপর পক্ষ অসন্তুষ্ট হয়।ছোট- খাটো ঘটনা ঘটলে আমরা থানায় চলে যাই। যে বিষয়ে যাই থানাও জানেনা এটা গ্রাম আদালতে বিচার করা সম্ভব। ইউপি চেয়ারম্যান হবেন গ্রাম আদালতের বিচারক। তিনি না থাকলে যে মেম্বার যোগ্য বেশী তিনিও গ্রাম আদালতের বিচারক হতে পারবেন। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লাখ টাকার রায় দিতে পারবে। জেলা গ্রাম আদালতের ব্যনস্থাপক ফিরোজা বেগম ঝুমুর’র সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন গ্রীন ফর পীচের চেয়ারম্যান আরিফ মিহির, প্রভাত সমাজ কল্যান সংসদের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, দৈনিক আলোকিত বাংলাদেশ’র জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ শাওন,নারায়ণগঞ্জ জেলা রির্পোটার্স ইউনিটির সভাপতি মোঃ শহীদুল্লাহ্ রাসেল, নিউজ নারায়নগঞ্জের সম্পাদক শরীফ সুমন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলাম, ঢাকা নিউজের সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, দৈনিক আজকের নীরবাংলার বার্তা সম্পাদক মো: আনিসুল হক হীরা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন এনজিও এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
