ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া-কবিতা
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে তামাক বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা ইউএনও’র

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
জানুয়ারি ৩, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষাপ্রতিষ্ঠান হাসপাতাল ও জনসমাগমপূর্ণ এলাকার আশপাশে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে সরকার জারি করা নতুন অধ্যাদেশ কার্যকর হওয়ায় মহেশপুরে বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরিতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিকনির্দেশনামূলক একটি পোস্ট দিয়ে আইনটির গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং সবাইকে তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার উল্লেখ করেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ সংশোধন করে জারি করা অধ্যাদেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের সিগারেট বা তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করা হবে এবং একই অপরাধ দ্বিতীয়বার বা পুনঃপুন সংঘটিত হলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও উল্লেখ করেন, সংশোধিত আইনে ই-সিগারেট, ভ্যাপিংসহ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ঊঘউঝ), হিটেড টোব্যাকো প্রডাক্টস এবং অন্যান্য ইমার্জিং টোব্যাকো প্রডাক্টস উৎপাদন, আমদানি, বিপণন ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এসব বিধান জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ সমাজকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে বলে তিনি জানান।এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নতুন আইনের বাস্তবায়নে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণকে আইন মেনে চলতে এবং ধূমপানমুক্ত, সুস্থ সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: